এ কেমন ঘনঘোরে বাঁধিলে আমায়!
সারাটা ক্ষণ ডুবালে ভাবনার হিয়ায়।
চিন্ময়ী করেছ তুমি মোর স্বপনসঞ্চারিনী
রূপের খরস্রোতে ভেঙেছ মোর স্রোতস্বিনী
ভাঙাপাড়—ভাঙাঘাট ভিরিছে ক্লান্তির জীর্ণ তরি
কত সাধ অনুক্ষণ ভাবনার এ কূল ছাড়ি!
শুধু নাহি পারি।
হবার হয়েছে যাহাকিছু হৃদয়তলে—
তোমারে ভাবিতে কী সুখ আপনারে ভুলে!
দেখিবার যে খুশি ঐ জুড়া আঁখি
কোথাও কখনও আর নাহি কেন দেখি!
চাঁদমুখ হাসে কেন নয়নে নয়নে ভেসে?
কত সাধ কল্পের দ্বার খুলি বাস্তব বেসে।
শুধু নাহি পারি।
প্রিয়া, শুধু নাহি পারি।।
04/02/21
ঘোষবেড়, হালুয়াঘাট