এ জীবনেই তোমাকে চাই—
'দ.মি' আর নীল পাড় দকমান্দায়,
মর্ত্যোঠোনের ছড়ানো সোনাধানে
শাড়ি উঠানো বাঙালিনী পায়, পান ভাঁজ করে
খাসি'বধূর টানাপোড়েনের জীবিকায়,
ঝুমুর নাচে— সান্তালী শ্যামাঙ্গিনীর ঘুঙুরে—
দকমান্দায় ঢাকা নাভিকমলের কোমরে,
ওয়ানগালার নতুন কাপড়ে,
যীশুখ্রিষ্টের জন্মতিথির উৎসব ভরে।
তোমাকে এজীবনেই চাই; পরকালে
কোনো জীবন নেই— শুধু আত্মা থাকে।
আকাশ, মাটি আর জলে
হাসি-কান্নায় বেঁচে থাকাই ত জীবন।
এই দীঘি জলে, হাঁসেদের দলে,
এই সাগর নীলে, মেঘেদের পালে,
চু-এর তিমিরে, অলস দুপুরে,
প্রসূতির ক্রোড়ে, শিউলি ভোরে
আমি জীবন দেখেছি—
আত্মাকে দেখিনি, দেখা যায় না।
প্রিয়তমা, রয়েছ আমার হৃদয়ের
পাশাপাশি। অথচ জাহাজের মত অবহেলায় ভাসিয়ে
তুমি সুদূর দূরে। ঠিক যেমন—
আমাদের জীবন আর আত্মা কতো কাছাকাছি
অথচ জীবনের কাছে আত্মাকে
কতো না সুদূর রহস্যে লুকোনো হয়েছে।
১৫ই আগস্ট, ২০২০
হালুয়াঘাট, ময়মনসিংহ