হে গড,
পৃথিবীর কোন অধ্যায় থেকে আমার যাত্রা শুরু?
কোন অনন্ত অনাদির পথে আমার নিঃসঙ্গ পথচলা?
আমি জানতে চাই। উত্তর দিয়ো তুমি।
আমি কি কেবলই আমি?
নাকি তোমার লেখা নাটকের এক অতি নগন্য চরীত্রমাত্র?
তবে তুমিই জানো কোথায় আমার যবানিকা।

হে গড,
সেই কবে তুমি আমাকে পৃথিবীতে পাঠিয়েছিলে সৃষ্টির শ্রেষ্ঠ জীব করে।
সাথে দিয়েছিলে ইতিহাস লেখার জন্য একটি ডায়রি।
সেই থেকে আমি লিখে চলেছি
আধুনিক সভ্যতার বিকাশ ও তার সুদূর পথ চলা।
সভ্যতার সূর্য শিখরে দাঁড়িয়ে আজ আমার জানতে ইচ্ছা করে
সভ্যতার শুরুতে আমি কি লিখেছিলাম তোমার দেয়া ঐ ডায়রির পাতায়?
যতোদূর মনে পড়ে
একটি একটি সবুজ পৃথিবি,
কিছু নদীর বয়ে চলা,
কিছু পাখির কলকাকলি,
......আর যেন কি?
ও হ্যা, মনে পড়েছে, আর কিছু নিষ্পাপ শিশুর গল্প।

হে গড,
সভ্যতার শেষ লাইনগুলোতে আমি কি লিখবো?
তুমি নিশ্চই জানো।
আমি যে তোমারি দেয়া ভাষায় পৃথিবীর ইতিহাস লিখে চলেছি।
লিখবো সহস্র বছর পরেও।
কি লিখবো সেদিন তোমার দেয়া ঐ ডায়রির পাতায়?
সভ্যতা বিধ্বংসী পারমানবিক অস্ত্র?
মানুষ থেকে বিকৃত কিছু দানব?
নাকি অন্যকিছু?

হে গড,
আমি সুন্দর এই পৃথিবীতে
সবুজের ভিড়ে কয়েকটি প্রজাপতি চেয়েছি ।
তবে আমার স্বপ্নে মরুভূমি কেনো?
আমি সুন্দর এই পৃথিবীতে বাঁচতে চেয়েছি মানবাতা নিয়ে।
তবে স্বপ্নে আমি দানব দেখি কেনো?
হে গড,
আমি সুন্দর এই পৃথিবীতে এসেছি একটি স্বর্ণালী স্বপ্ন নিয়ে
তবে আমার চোখে মৃত্যুর লেলিহান কেনো?