হে অষ্টাদশী যুবতী,
তুমি আকাশের বুকে ডানা মেলে উড়তে দেখেছো পাখি।
কখনো তাদের মতো ডানা মেলে উড়েছো কি?
যদি উড়তেই চাও,
মনটাকে করো আকাশের মতো বিশাল।
দেখবে তুমি
আপনা থেকেই হয়ে গেছো একটি পাখি।
পূর্নিমা রাতে তুমি জ্যোৎস্না দেখেছো জানি।
সে জ্যোৎস্নায় বসে
কখনো কি কবিতা লিখেছো তুমি?
যদি লিখতেই চাও,
নিজেকে ভাবো একটি জোনাকিপোকা।
দেখবে, তোমার মন থেকে ঝরছে রেডিয়ামের আলো।
সে আলোয় সিক্ত হবে তোমার প্রতিটা কবিতার চরণ।
তুমি স্বপ্ন দেখতে ভালোবাসো জানি।
সে স্বপ্নের মাঝে একটি প্রজাপতি আছে কি?
আছে কি একটি বুনোহাস?
আছে কি একটি ঘাসফড়িং?
ঠিক এই মুহূর্তে ঘরের বাতিটি নিভাও,
চিত্তকে করো শান্ত, আখি বন্ধ করো,
ভাবো তুমি একা, নিঃসঙ্গ, কোথাও কেউ নেই।
তবেই খুজে পাবে তুমি সবাইকে।
সবার সমন্বয়ে তোমার মনে
নিভৃতে জেগে উঠবো আমি।
আমাকে দেখে অবাক হয়োনা যেনো।