একথা নিশ্চিত
একদিন আমি থাকবোনা।
হাওয়ায় মিলিয়ে যাবো,
ছাই ভস্ম হয়ে মিশে যাবো মৃত্তিকার সাথে।
হয়তোবা সেখানে অঙ্কুরিত  হবে কোন বৃক্ষের বীজ।
সে বৃক্ষের বেড়ে ওঠা আমার দেখা হবেনা।
দেখা হবেনা
সে বৃক্ষের শাখায় গড়া পাখির সংসার।

আমার উত্তরসূরি রক্ত আমাকে একদিন ভুলবেই।
চার, পাঁচ, ছয়.... প্রজন্ম পর
ভুলবেই। একথা নিশ্চিত।
আমি যেমন ভুলেছি  আমার পূর্বপুরুষদের।
তারা আজ কিছু দেখেনা...
কিছু শোনেনা...
কিছু বোঝেনা...
অথচ আমি দিব্যি আছি।