আমি দিগন্তে প্রসারিত করেছি হাত।
কেউ ছুয়ে দেখেনি
কেউ মুছে দেয়নি কপালের ঘাম।
তবুও শান্তি...
আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো
এভাবেই দুহাত প্রসারিত করে।
যদি কেউ শ্যামল ছায়া ভেবে আমার ছায়াতলে দাঁড়ায়,
যদি কেউ হৃদ স্পন্দ অনুভবে আনতে
আমার বুকে রাখে তার কান।
আমি সমুদ্র, আমি আকাশ, আমি সন্ধ্যা তারা।
তুমি না চিনেই আমাকে বারংবার ভুল বুঝো।
একদিন ঠিক চিনবে
যেদিন তুমি নিজেকে চিনবে...