দিন শেষে আমরা সবাই একা।
বৃক্ষের মতো, নক্ষত্রের মতো,
নদীর মতো একা।
শুধু বয়ে চলা আসমুদ্র-হিমাচল
অথবা নগর বাউল।
আমরা সবাই একা,
তে-ফসলী জমির মতো একা,
ল্যামপোস্টের মতো একা।
যে পাখির জন্ম থেকে জুটি
সেও একা, ভীষণ একা...
একমাত্র একাকিত্বই ধ্রুব সত্য।
বাকি সব?
অভিনয়।