শাস্তিও হার মেনেছে
অস্থিরতা স্থান নিয়েছে তপ্ততায়
গভীরতায় পূর্ণ হয়েছে ঝলসানো মন।
পাষাণ হয়েছে ধরিত্রী
পাষাণ হয়েছে বাস্তবতা
দোষ কি তাহলে কপালের?
পেয়েছি পরিপূর্ণ!
তাহলে অপূর্ণতা কেনো
গ্রাস করে হৃদির অতৃপ্ত বহুরূপী তৃষ্ণা!
কি হবে বাস্তববাদী হয়ে
শুধুই কি দায়িত্বাভারের
নৃত্য-নাট্যমঞ্চের সার্থক অভিনেতা?