নিজেকে হারানো থেকে মুক্তি
ফিরিয়া পেতে অনেক যুক্তি!
হয়নিকো দেরি এখনো আছে সময়
অলসতা হোক দূর, জীবন লক্ষ প্রাপ্তির।

যা হয় ভালোই হয়, কর্মে ভাগ্য গড়া
না করে কিছু না দিও দোষ
ভাগ্যেদোষে কিছু হওয়া!

নিত্য কর্মে নিত্য ভাগ্য, বদলে যায় নিয়মিত
ভাগ্যেরে কেনো টেনে আনো
সেযে নিরপেক্ষ!
নেই তার কোনো রেহাই নেই তার শাস্তি
কর্মের নানা গুণে নাইকি তার গতি?

নিজের সাথে হোক বোঝাপড়া
কর্ম-অকর্মের ঠিক সিদ্ধান্ত নেওয়া
এগিয়ে চলো দুর্বার গতিতে
অকর্ম-অলসতাকে দুমড়ে-মুচড়ে।

হবে তখন নিশ্চয় জয়
স্বর্গ-কর্ম-লাভ বিশ্বাসে-প্রাপ্তি ভয় নয়!
ঈশ্বর তাকেই করে কৃপা
নিজ কর্মে সহিয়া লেগেই থাকা।

কেষ্ট ঠাকুর কয় কথা
অভাগা ভাগ্যের দুর্ভাগ্য রেখা
সকলে একাধারে দেয় দোষ
দূর্ভাগা ভাগ্য যাবে কোথা-কই!
সবে মিলে চলো যাই ভূলে
নিজ কর্ম করি সৎ আর পরিশ্রমে৷।