সকল বিশ্ববিদ্যালয় এসেই হারিয়ে যাই
খুঁজি নিজ বিশ্ববিদ্যালয় গন্ধ খোঁজ।
খুঁজে পাই একই সেই সিড়ি, প্রতিটি দেয়াল
ভালো লাগার গভীর অনুরঁজন আর নানা খোঁজ।
মনে হয় আবার সেই নতুন করে করি শুরু
বর্তমান অর্জিত জ্ঞান সহিত নব খোঁজ।
সেই সিড়ি বেয়ে চড়ে উঠি আবার
ঢুকে পড়ি ক্লাসের যেকোনো কোণ।
অনার্স ১ম বর্ষের সম সেই চিন্তাহীন ছাত্র
হয়ে উঠি আবার শিক্ষকের নানা চিন্তার পাত্র।
বড়-ভাই-বোন সেই স্নেহ শাসন
র্যাগ! সেতো কখনো মনেই হয়নি!
মনে হতো, এইতো! পেয়েছি পরিবার সেই মতন
এখনো পাশে পাই পরিবার এই আপনজন।
মনেই আসে নি বাবা-মা থেকে দূরে আছি কতক্ষণ
স্নেহ-ভালোবাসা-শাসনে ভরা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন।
শিক্ষক-গুরু সর্বদা পিতামাতার স্থান
কেমনে আসিবে কষ্টে থাকার কারণ অবসান।
মনে আসে হে প্রিয়! প্রাণের ক্যাম্পাস, ছুটে চলে মন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহে জ্ঞান বিনিময়ে যার কাটে সর্বক্ষন।
জয় হোক তোমার চির সজীব-সবুজ ঘেরা প্রিয় ক্যাম্পাস হৃদয়ে যাহার আমৃত্যু বিনিময় আর ভালোবাসার স্থান।