চেয়েছিলেম দাবিয়ে রাখতে
পেরেওছিলেম ধামাচাপায়
আমার আমিত্বকে বেঁধে রাখতে।
মস্তিষ্ক থেকে হয়েছিল বিলীন!
সবই ছিল ঠিক
হঠাৎ আজ প্রাতঃকালে
দুমড়ে মুচড়ে সব বাঁধাকে পেরিয়ে
চলল সেই পুরনো আমিত্ব
শশরীরে না হলেও দুর্বার গতিতে
সাত সাগর তের নদী পার করে।
দেখা হয়েই গেল
সেই আপন আমিত্বের সাথে।
গমের রুটি দিচ্ছিলো ভেজে
হঠাৎ ঝলকানিতে স্বর্গ থেকে
মুহুর্তে ছিটকে গেলেম বহুদূরে!
আছি ভালো ভুলিনি কিছুই
বলব শুধুই এতটুকুই
মেনে চলছি প্রকৃতির নিয়ম
করার নেই কিছুই।
ভাল থাকুক সুস্থ থাকুক
সে কামনাই করি
সকল বিপদ দূরে থাক
সবাই সদা ভালো যেন থাকি।।
আবারও সেই কামনাই করি....... (ভোর ৬টা)