পথ চলার পথে নানা কথোপকথন
এ এক অনন্ত পথ চলা।
পথিক নানা পশু-পাখি, খাল-বিল-নদী
সবকিছু যেন খুব আপন,
বিশ্বাস অবিশ্বাসের নির্মম খেলা!
অনন্ত এক পথ চলা।
কি করেছিলাম শুধুইতো বিশ্বাস!
আকাশ-বাতাস, হাওর-বাওর, পশু-পাখি-মানুষ
করেছি শুধু বিশ্বাস! বিশ্বাস! অার বিশ্বাস!
কি পেয়েছি শুধুই কি অবিশ্বাসের কালো ছাঁয়া?
এ এক অনন্ত পথ চলা।
আত্মবিশ্বাসকে বিশ্বাস করার মায়া খেলা
যেনো অপর নির্মম নিরীক্ষা।
জীবনের সূক্ষ্ণ-স্থূল প্রসঙ্গ ভাবে মন
হবে কবে হায়না রুপি ভয়ংকর কবল মুক্তির পথ,
এ এক অনন্ত পথ চলা।
এ পথ পিছু ছাড়তে বড়ই নারাজ
সৃষ্টিকর্তা কি অামায় খুব ভালবাসেন!
নাকি আমি সবথেকে পাপিষ্ঠ আজ?
এই ভেবেই দিন শেষ প্রায়
নাহলে বারংবার ক্ষতবিক্ষত কেনো হবো আর!
নিজ দোষে আমার চারপাশের সবার
সত্যি চাই না কারো কোনো ক্ষতি হোক আর।
জানি না কোনদিন পাব কি এর উত্তর
কিছু কিছু জিজ্ঞাসা সহজলভ্যতা দুষ্কর।
ভেবে-ভেবেই জীবনের বাকিটা হবে পার
পথ ধরে দুর্গম অনন্ত জিজ্ঞাসার।
(লিখা হয়েছে- 20 September 2015, 1:13 A.M.)