আজি নব প্রভাতি স্নিগ্ধ সৌরকিরণ
বুঝি তব অবশেষে আসিল সেই শুভক্ষণ
মহালয়ার প্রাক্-শুভালগ্ন
সর্ব বিশ্ব-ধরনী তাহাতে চিত্ত মগ্ন,
জগৎ-জননী এিভূবনো মা-এর পুনঃ আগমন
নব বধূ রুপে মা-কে করতে হবে যে বরন
দশ দিনের এই অথীতির থাকে না যেন কোন এুটি আপ্রায়ন॥
তাই ওরে ওরে, তোরা শঙ্খ বাজা
নতুন করে বরন থালা সাঁজা
বধূর বেশে মা-এর হইলো যে আগমন
খুশির আমেজে এবার সকলের নাচবে যে মন ।
চারদিন বেশ করবো সবাই
ছোট্ট-বড় সকলের সহিত আনন্দ হই-চই,
তবে আয় না আজ-
থাক না, বিরত সকল কাজ,
এসো তবে আজি মহালয়ার শুভতিথীতে করি সকলের সহিত শুভ আলিঙ্গন,
গুরুজনে আশীষে তবো ধন্য হোক আমাদিগের মন-প্রান॥
॥মহালয়ার শুভ তিথীতে আমার সকল প্রিয় বন্ধু ও স্বজনের প্রতি রয়ল আন্তরিক অনেক অনেক শুভেচ্ছা ॥। -প্রসেনজীৎ মজুমদার.