কি ভেবেছিস আমি তোর শত্রু?
চেয়ে তো ছিলাম হতে তোর এক বন্ধু ।
নাই বা রাখলি তোর মনের ঘরে
তা বলে কি এক নিমিষে, করে দিবি পর আমারে ,
ভেবেছিলুম রাখবো তোরে, আমার মনের ঘরে বন্দি করে
হঠাৎ কেহ অমনি এসে, ছিনিয়ে নিল আমার হতে তোরে ।
কথা দিলুম বন্ধু তোরে, আমি ফিরে আসবো না
তোদের মাঝে বন্ধু তবে, আমায় খুজে আর পাইবি না ।
নদীর বক্ষে যেমনই আঁচরে পরে ঢেউ
জানিস বন্ধু তুই ছাড়া আমার; এমন বন্ধু আর নাহি কেউ
স্মৃতিখানি শুধু রইল জমে; এই বুকে
ফিরাইয়া নাহি দিতে পারিবো তোকে,
এক পশলা অশ্রু যদি; ভেসে আসে তোর চোখের কোনায়
সবার আগে বন্ধু আমায়; পাইবি আমায় তোর বেদনায়,
ভালো যদি নাই বা বাসবি; করলি কেন এমন মিথ্যা ছল
মিথ্যা অভিনয়ে তবে কেন, আসতে দিলি তোর চোখের কোনায় জল ।
আসলো সেই শেষ বিদায় বেলা
আজ যে আমার যাবার পালা
বন্ধু আজ চাইতে এলাম, জানাতে আমার শেষ বিদায় ।
সুখে থাকিস, ভাল থাকিস; রইল আমার এই আশীর্বাদ
তোকে বন্ধু হারিয়ে আমার; মিটল জীবনের সেই সর্বস্বাদ,
শেষ করছি দিয়ে ইতি
ইহাই ছিল তোকে লেখা আমার শেষ চিঠি ॥