মেঘে ঢাকা-
এই শীতের অপরাহ্নে,
কুয়াশার চাদরে আবরিত শত ব্যস্ত এই শহরটা,
আজ কেমন যেন স্থির হয়ে যেতে চায়,
কী যেন এক অশেষ ভাবনায় ডুবে যেতে চায়!
যে ভাবনার শুরু আছে তবে অবশেষ নাই!
অন্তহীন সেই ভাবনা - কেবলই ঘুরপাক খায়।

ঘনকুয়াশায় নিমজ্জিত এই শহর আজ ভেবে ফিরে-
কীসের উদ্দেশে সে গড়ে উঠেছিলো,
কেমন রুপের সে স্বপ্ন দেখেছিলো,
কোন পরিচয়ের সে আশা করেছিলো?
তবে আজ  কেন এই শহর? এ কেমন শহর? কোন শহর?  কার শহর?

নিস্তব্ধ, স্থবির হয়ে আসে তার ভাবনা,
শহরের হিমোগ্লাবিন জমাট বেঁধে বরফ হয়ে যায় সেই ভাবনায়,
হাত- পা শিরশির করে উঠে তার,ভাবনাগুলো জমে যেতে থাকে;
অবাক হয়ে যায় সে, তার আজকের এই পরিচয়ে!
এই শহর হতে তো সে চায় নি! এই পরিচয় তো তার কাঙ্ক্ষিত ছিলো না!
তবে আজকের এই বর্তমান কার দায়?
নিঃপ্রাণ এই অনাকাঙ্ক্ষিত, নিথর, শহর কী কেবলই এক নির্জীব শহরের দায়?
নাকি এর দায় অন্য কোথাও?
কোথায় তার অতীত?
কোথায়ই বা নিয়ে যেতে চায় এই বর্তমান?

অতীতে - নাকি আগামীর দিনে?
যদি আগামীকেই বেছে নিতে চায় তবে কিরুপ সেই আগামীর দিন?
কীভাবে তা বেছে নেয়া যাবে?
অতীতে তো এই একই সুন্দর আগামীর জন্য সে পথ চলেছিলো,
তবে কী আজকের এই আগামীর আশা, কেবলই সেই অতীতেরই আগামীর আশা ছাড়া আর কিছু নয়!
শহরের ভাবনা ক্রমশ জমে যেতে থাকে, বরফ থেকে বরফ হতে থাকে, স্তব্ধ থেকে স্তব্ধ..... নিস্তব্ধ... নিমজ্জিত ঘনকুয়াশায়...

ভাবনার এমনই একখানি জমে যাওয়া চাদরে আচ্ছাদিত মনে,
যে ভাবনার শুরু আছে অবশেষ নাই
কেবলই ঘুরপাক খায়;
অন্তহীন সেই ভাবনায় -
শীতে জড়ো-সড়ো হয়ে,জানালার পাশ ঘিরে,
ভাবিয়া ফিরে এক যুবকায়;-
আপনারেই বারেক জিজ্ঞাসে- হৃদয়বিদারী চিত্কারে।
কোথায় আমার বর্তমান? কোথায় আমার বর্তমান? কোথায় আমার বর্তমান?

১০-০১-১৭