পরনে তার শুভ্র শাড়ী - কপালে লাল টিপ
কাঁধ বেয়ে নেমেছে,আঁধারঘন কেশ,
মুখে তার মৃদু হাসি,গালে পড়েছে টুল
মায়াবী চোঁখে সে রয়েছে দাঁড়িয়ে অপলক।
তাকে দেখেছি আমি হৃদয় চক্ষু দিয়ে-
হাজার - লক্ষ - কোটি বার।
সে জানে নি,
তাকে দেখে ক্ষনিকেই-
কত গান রচিত হয়েছে আমার মনে,
সে গান মৌন মুগ্ধতায়
মনকে আমার এক ঝঞ্চার ন্যায় এপার-
ওপার ভাসিয়ে নিয়েছে কত..
হৃদয় মাঝে রক্ত আমার শত- সহস্র
বেগে আন্দোলিত হয়ে
জিজ্ঞাসিছে মোরে-
তুই কী পারবি না?
একটি কোমল নীলপদ্ম নিবেদন করিতে -
সেই অপার রহস্যময়ীর আলতা রাঙা পায়ে!