আমি খুঁজে ফিরি মরু-প্রান্তর- নদী থেকে সাগর,
বুঝি না আমি-মন আমার কী যে খুঁজে বেড়ায়!
মন আমার ছুটে চলে
আকাশ ছোঁয়া নীলাদ্রি ঘেষে,
কৌতূহল মন শুধায় আমারে-
পাহাড় কেন আকাশের নীল ছুঁতে চায়?
উত্তর খুঁজতে খুঁজতে দেখি-
ঝরনা ধারা ছুটছে আপন কলতানে
কোনো এক দুর্নিবার আকর্ষনে।
কি সে আকর্ষন? জানতে-
ঝরনাধারা অনুসরণ করে দেখি
শীতল, স্নিগ্ধ, কোমল জল অবিরাম আনন্দে কোনো এক আনন্দ উৎসবে বয়ে যাচ্ছে।
সেই আনন্দ অভিযাত্রায় স্বচ্ছ জলের তলে
জন্ম নিয়েছে নুড়ি পাথর, আনন্দ অভিযাত্রায় সেও সামিল হতে চায়...
চিত্ত আমার লুটায় একাকী অরণ্য ছায়ায়-
মন আমারে শুধায় আর নুড়ি পাথর
পানে চায়!
জলের মাঝেও মরছে অভাগা আজন্ম
জল পিপাসায়।
অতঃপর
ঝরনাধারা বেয়ে অসংখ্য নদী হয়ে সমতলের বিশাল সবুজ প্রান্তর ছোঁয়ে
আমার সামনে এক বিশাল অম্বর।
দৃষ্টির সীমানা জুড়ে শুধুই নীল জলের ঢেউ
হুংকার করে সৈকতে এসে আছড়ে পড়ছে একের পর এক, যেন গ্রাস করতে চায় এই পৃথিবী।
কেন এই ঢেউ?
শান্ত, কোমল জল কেন এতো অশান্ত হলো?
কেন এতো নীল? কেনইবা এতো গর্জন?