তোমার বাণীরে করিতে সম্মান-
তোমার ভাবনাতে করিতে নিজেকে বিলান;
জানো না তুমি হে কবি বর,
        হয়েছি আমি লাঞ্চিত, অপমানিত-
                            ব্যথিত বার বার।
কী করে নামাবো মোর এই মরমের ভার?

তুমি দিয়েছিলে যে চিঠিপত্র-
    প্রতিটি অক্ষরে অক্ষরে করেছি লালন-
                             হৃদয়ে, মননে
                   পালন করেছি অবিরাম।

প্রদীপের শিখা হয়ে জ্বলেছি প্রাণপণ,
আঁধার ঘুচেছিল বটে এককাল
তবে আলোর হয় নাই সমান!
আজ নিভে গেছে শিখা
নাই জ্বলিবার শক্তি আর।

যতনে বাজিয়েছি বাঁশি-
অতি গোপনে, গভীর রাতে,
                    ঘুমিয়েছে সবাই-
তারারাও লুকিয়েছিলো সে রাত-
                       মেঘের আঁড়াল।

রাত্রি হয় অবসান-
    কেটে যায় অন্ধকার ছবি,
      আলোয় প্রকাশিত ধরণী
                 পাখিরা গায় গান।
তবু মরমেই থেকে যায় -
                  মোর মরমের ভার।

আজ,
জানিতে ইচ্ছে হয়, ওগো আলোর কবি-
                 আঁধার কি ছুঁয়েছিলো তব মন
                    কভু হয়েছিলো তব আপন?