দিগন্ত ভেদ করিয়া পূব আকাশপানে-
             উঠিছে স্বপ্নের লাল দিবাকর,
পাখিরা যায় উড়িয়া ঐ জীবিকা-
             আহরণে,স্বপ্নের ডানা মেলে;
ছুটিছে সব হস্তে কাঁচি, কাঁধে লাঙল -
   আছে যার যেমন- স্বপ্ন বিলাসী মন।

স্বপ্ন বিলাসী এ মন, নয়ন জুড়ে -
          কত না স্বপন -স্বপ্নের আভরণে
                       রচে আপনার ভুবন;
নেই সেথায় তপ্ত রৌদ্র দহন-
              বেদনার অতি সামান্য কারণ,
চির সুন্দর -অনাবিল প্রশান্ত সে ভুবন।

নীলাচল বিছায়ে দেয় সেথায়-
           স্বপ্নের নীলাম্বর, অবিরাম নির্মল-
দখিনা হাওয়ায় খেলে সেথায়-
                    শ্বেত হংস-স্বপ্নের শতদল।
স্বপ্ন আমার খেলা করে সেথায় -
                  সুন্দরের অপূর্ব এই মেলায়।



৩১-১২-১৭