হ্যালো শীতকাকু?
                              -।প্রসেনজিৎ পাল।
ও শীতকাকা,এবারআসছো নাকি?
তোমার আর আসতে কদিন বাকি?
এখন থেকেই পাচ্ছি,অল্প অল্প আভাস;
তুমি যে আসবে নিয়ে শীতল বাতাস॥
সকাল থেকেই থাকো মগ্ন নেশাই;
সমস্ত গ্রাম-শহর থাকে,আচ্ছন্ন নেশার কুয়াশাই॥
পানিয় খেয়ে ঠান্ডা লেগে;
ভোগো সর্দি রোগে॥
সর্দি ফেলো গাছে ও ঘাসের পাতায়;
সকালে সর্ব পত্র থাকে বিন্দু শিশির ঢাকায়॥
পরক্ষনে হঠাৎ জেগে সূর্যিমামা;
সারাদিন দেখায় তার আলোর খেলা॥
তার মাঝে কিছুক্ষন কাকার ঘুম;
কনকনে ঠান্ডা বাতাস থাকে সল্পক্ষন নিঞ্জুম॥
বৈকালে জেগে,কাকা আবার উঠে..;
সন্ধে থেকেই বেতাল নেশায় মগ্ন থাকে ও চটে॥
অল্প রাতেই,তোমায় রেখে ঘুমাই মোরা;
কনকনে ঠান্ডা আর টান ধরে চামরা॥
তুমি আসলে,প্রাকৃতিক মজা  লাগে;
অল্পকদিন তোমায় পেয়ে সবার দারুন কাটে॥
ভিসার মেয়াদ শেষে;
পারি দেও তোমার দেশে॥
তারপরেতো আসে গ্রীস্মকাকা;
সবার ঘরে তখন,গোছাই লেপ-কাথা॥
আবার এসো এই দেশে,
কদিন কাটিয়ে যেও খেলে ও হেসে॥
                     ----------☮----------

✍✍✍✍✍