//হে রবীন্দ্রনাথ//
                                      ।-প্রসেনজিৎ পাল।
মোর অন্তর গহনে তুমি,
সকল কবির উপর স্থান দিয়েছি তোমা রবি॥
শুনেছি তোমার বহু গান,
ভরেছে প্রতি গানে মোর প্রান॥
পরেছি বহু তোমার কাব্য ও গল্প,
বুঝেছি তোমাকে বিশ্বকবি বলা অতি সল্প॥
তোমার জন্ম থেকে মৃত্যু কত..লেখালিখি,
ভাবি সবকি পারবো শেষ দেখি।
ইচ্ছাতো করে,দেখি পারি নাকি॥
রবীর কিরণ দেখেছে বিশ্ববাসী,
এ প্রজন্মে তোমা প্রতিভাসম জন্মাবে কি কেও?
একটু ভাবলে লাগে বড় হাসি॥
ভাবি মনে মনে একা-একা-
যদি তোমার মনে না আসিত ভালোবাসা,
একটিওকি পারতে লিখতে প্রেমের কবিতা??
বহু দিন হল গেছো চলে মোদের ছেরে,
কিন্তু সর্ব হৃদয়ে রয়েছো আত্মীয় হয়ে॥
বাঙালিরা গর্বিত তোমারে পেয়ে,
সাহিত্যের শূন্যস্থানে তোমার লেখা পূর্ন হয়ে॥
তুমি না থাকিলে বাংলা সাহিত্য হত শূন্যস্থান।
তাই পুনরাই কবি তোমারে কবি আহ্ববান॥
                         ---------☮---------
✍✍✍✍✍