//ছাত্র জীবন//
                                   ।-প্রসেনজিৎ পাল।

উষার শেষে,কিচিরমিচির পাখির শব্দে;
ঘুম ভেঙ্গে উঠি,আমি নিস্তব্দে॥
কোনোদিন ঘুমাই খুব রাতে,
তখন কিচিরমিচির,চিৎকার ঘুম ভেঙ্গেনা কোনোটাতে॥
আপছা শুনি,"এই মনা ওঠ,পড়তে যাবি";
"অনেক হলো এবার ওঠ নতুবা মার খাবি"॥
তারপর হঠাৎ তারাতারি উঠে,দেই ছুট;
কাধেঁ ঝুলিয়ে নিয়ে ব্যাগ বোঝায় বুক॥
সকাল থেকে বিকেল, শুধুই পড়া;
যুবক ছেলে-মেয়েদের রুটিনে এটাই গড়া॥
ভুলে গেছি খেলাধুলো,
খাচ্ছে মাথা, ওই ফেসবুক গুলো॥
সন্ধ্যে থেকে রাত অধ্যাবসায়,আবার হোমওয়ার্ক;
কিছুক্ষন পরে লাগেই শুধু টায়ার্ড॥
ডাইরি খুলে লিখি টুকিটাকি,
কখোনো কাব্য,গদ্য অথবা একটু আঁকি॥
সর্বশেষে দিনের শেষে,
ঘুমাই আমি জমিদারের বেশে॥
তারপর ঘুরতে যায় একটু ট্যুরে...
স্বপ্নের মাঝে মম রানিকে নিয়ে॥

✍✍✍✍✍