ভাবনার দেয়ালের ভাবনাগুলো
সময়ের স্রোতে হয়ে যাচ্ছে এলোমেলো।
তাই এলোমেলো সব ভাবনাগুলোকে
আঁকড়ে ধোরে আঁকছি দিবারাত্র।
সময়ের স্রোতে দেখা হয়েছিলো তবু
সাদরে আলিঙ্গনে রেখেছিলে কভু?
অবজ্ঞা আর অবহেলার দরজায়
শুধু এসবই প্রতিচ্ছবি হয়ে দেখা দেয়।
তুমি যাকে মনে রাখো সবসময়,
সে তোমাকে ভুলে আছে ক্রমাগত।
মনে সেও রেখেছিলো কোনো একদিন
তুমি স্রোতস্বিনী, মনে রাখোনি সেদিন।
সে ভুলে যাচ্ছে ক্রমাগত।
তাহলে মনে রাখো সেই ভুলে থাকা,
তাহলে পারবে ভুলে যেতে -
মনে রাখা আর মনে থাকা।
আষাঢ়ের এই অঝোর বৃষ্টি খেলায়
ভিজছি সারাক্ষণে তোমার অনুভবে
অজানায় কোন মহুয়ার মেলায়,
হেঁটে চলেছি একান্ত কোন এক গহীনে
জানি এর হবে শেষ নিভৃত স্বপনে,
যেদিন পাবো দর্শন কোন শুভক্ষণে।
আজ আর নেই সেই সময়ের অপেক্ষা
যার পদতলে রচিত রঙিন আলপনা
আজ নড়বড়ে ভাবনার পলেস্তারা
ধূসর বেরঙ্গিন শ্যাওলা পড়া ছাতা ধরা।
পায়নি কোনো সারা,পায়নি কখনো ছোঁয়া
তাইতো ক্ষয়ে ক্ষয়ে হয়ে পড়েছে ধূলির স্তুপে,
আজ তোমার থেকে দূরে হয়ে অদেখা
প্রিয় স্রোতস্বিনী আজ অজানা তরঙ্গিনী হয়ে।
নেই বিভেদ ভুলে থাকা আর মনে রাখা
ভাবি আমি এ শুধু সময়ের অপেক্ষা,
সবাই থাকে মেনে নিয়ে মনে না রাখা
হ্যাঁ, এ শুধুই ক্রমাগত ভুলে থাকা।
____"ভাবনার দেয়ালের পলেস্তারা"
_____প্রসেনজিৎ সরকার।
_____রচনাকালঃ ২৫ জুন, ২০২০
__________১১ আষাঢ়, ১৪২৭