ঝরা পাতার ন্যায় ঝরে গেলে,
মৃদু হাওয়ায় আজ নড়বড়ে তুমি ।
সেদিনও ছিলে পাশে অতি কাছে,
আজ তুমি সময়ের জালে অনেক দূরে ।
দীর্ঘ একটি বছর চলেছি দুজনে,
তার চিহ্ন রুপে রেখে গেলে পদচিহ্ন ।
সেই পদচিহ্নে রচিত হলো কিছু স্মৃতি ।
কতো কল্পনায় আঁকা ছবিগুলো
দেখো, জমা পড়েছে ক্যানভাসে ।
এলোমেলো শব্দের নিথর ছন্দে
উর্বর ভাবনায় লেখা হতো যে কবিতা,
তা ছিলো দুজনেরই প্রাণচঞ্চলতা ।
চলে যাচ্ছো তুমি,দেখা হবে না আর
শুধু চেয়ে থাকা এই বিদায় বেলা ।
হয়তো কোনো এক বেলাশেষে-
আমারও হবে এরকম অন্তিম যাত্রা,
একদিন সময়ের এই অমোঘ নিয়মে ।
থাকবে না তুমি আর না থাকবো আমি
উদ্ভাসিত নতুনের স্রোতে ভেসে যাবো সেদিন ।
তবে রেখে গেলে একাকীত্বের ভার দিয়ে,
তাই,বেঁধে রাখতে চাই এই শেষ রজনীতে ।
এই লেখার ভাবনার অন্তরালে তুমি,
আর ভাবনার বাহিরে ঠায় দাড়িয়ে আমি ।
=====================
ভালো থাকো ,সবার স্মৃতিতে থাকো ।

_____'পদচিহ্ন '
_____প্রসেনজিৎ সরকার।
_____৩১/১২/২০১৭ (রবিবার) ।