আজ সকাল থেকে দরজাটা খোলা রেখেছি।
সেদিন শেষ বিকেলের ডাকে তোমার চিঠিতে
তুমি বলেছো, আজ দুপুরের ট্রেনে তুমি আসছো।
তোমার এই আসার খবরে নিজেকে অপেক্ষায় রেখে
আর পারছি না প্রতীক্ষার প্রহর গুনতে।
দরজাটা তাই রেখেছি খোলা।
রেখেছি, যেনো এতোটা পথ পরিশ্রান্ত হয়ে এসে
তোমার দাঁড়াতে না হয় আমার এই দরজার ওপাশে।
তুমি আসছো আজ বহুদিন পরে।
সকালবেলা ঘুম ভাঙার পর থেকে
কয়েকবার গিয়েছি স্টেশনের দিকে।
তুমি আসবে দুপুরের ট্রেনে যদিও জানা
তবুও মনটাকে বোঝাতে পারিনি।
তোমার বোধহয় মনে আছে!
স্টেশনের দক্ষিণে পুকুর পাড়ের ঐ
বকুল ফুলের গাছটার কথা।
শান বাঁধানো বকুলের তলায়
কতোটা সময় পার করেছি,তা
বকুল গাছটা ঠিক পারবে বলে দিতে।
তুমি ছিলে না, তাই আমারও আর
আসা হতো না এ দিকটায়।
তোমার দেওয়া বকুলের মালাটা
আমার এখন আছে ঠিক যেমনটি
তুমি দিয়েছিলে।
স্টেশনে ঘন্টা বাজলো।
আর কিছুক্ষণ সময় পরেই আসবে ট্রেন।
সেই ট্রেনে তুমি আসছো।