প্রতীক্ষায় থেকো না আমার,
আমি আর আসবো না
এ আষাঢ়ের শেষ বিকেলে।
থাকলো আমার কথার কবিতা।
খুব বেশি জানতে ইচ্ছে হলে ,আমার খবর
কবিতাকে জিজ্ঞেস করো নিরিবিলি।
ছন্দবিহীন সাদামাটা কবিতা
খোঁজ দেবে আমার।
প্রতীক্ষায় থাকা মেঘগুলো কেমন
ছুটে চলেছে ,দিগ্বিদিক এদিক সেদিক।
সবুজের মাঠ চিরে দূরে প্রান্তরে
বুনো হংস আর সাদা বলাকার সাথে।
কবিতাকে জিজ্ঞেস করো সেই ক্ষণে
পৌঁছে যাবে আর খুঁজে পাবে
তোমার জন্য রাখা কথার কবিতামালা।
___কথার কবিতা
___প্রসেনজিৎ সরকার।
___রচনাকালঃ ৬ জুলাই, ২০১৯