বহুদিন হলো দাঁড়িয়ে আকাশ দেখি না
দেখি না খোলা আকাশের মেঘগুলো।
আজো কি তারা কোনো খবর আনে
সেই নূতন কোনো অজানা অচেনার।
হয়তো সময়ের স্রোতে সব বদলে গেছে
বদলে গেছে চেনা পথের রেখাচিত্র গুলো।
সেদিন খবর এলো,শেষ বিকেলের ডাকে।
ডাকপিয়ন ছিলো পরিচিত সেই মেঘ
কথা হলো, হলো বেশ কিছু খুনসুটি।
যেনো বহুদিনের খরায় বাদলের সুরধারা,
রিমঝিম বৃষ্টি হলো, বজ্রপাতও রইলো না বাকী।
তারপর, তারপর হঠাৎ করে থেমে গেলো-
বৃষ্টিবিলাস, পুরানো দস্যি হওয়ার তান্ডবে।
আমি আজ দাড়িয়েছি আকাশ দেখবো বলে,
আমি ছুঁয়ে দেবো আকাশের প্রতিটি মেঘেদের।
তাদের সাথে আমি কথা বলবো একান্তে,
বড় নিবিড় নিরালায় নির্জন কোনো দিগন্তে।
__রচনাকালঃ ২৯/১১/২০১৮