চাইনা আমি আর হারাতে
ছেলের মুখ,
দুচোখ মেলে দেখতে পাষাণ
মায়ের বুক,
চাইনা দেখি সাদা শাড়ির
বোনের চোখ,
কান্না দেখে ডুকরে কাঁদুক
পাড়ার লোক।
স্বাধীন দেশে চাইনা কোন
মৃত্যু রাজ,
চাই জীবনের নিশ্চয়তা-
অন্ন-কাজ।
স্বাধীনতার নাম বেঁচে আর
কতকাল,
রক্ত দিয়ে করবি ভরাট
শুকনো খাল?
স্বাধীন দেশে রক্ত হলি
বন্ধ হোক,
কান্না থামুক আবার হাসুক
দেশের লোক।
(২১শে আগষ্ট ২০১৪, বৃহস্পতিবার)