আমার, দুঃখের পরে দুঃখ গেঁথে
লিখবো তোমার সুখের বই!
পারবো না-কো, ক্ষমা করো।
এমন মহৎ আমি নই!
গালি দিবে? দাও গালি!
বলুক লোকে স্বার্থপর,
পারবো না-কো চোঁখের জলে
গড়তে কারো সুখের ঘর।
কিন্তু তোমায় ভালোবাসি
উজাড় করে আমার মন,
তাইতো তোমার সুখটা আমার
ভীষণ ভাবে প্রয়োজন!
স্বার্থ আমার ঠিকই আছে-
তোমার সুখেই আমার সুখ,
তাই, সুখকে তোমায় এনে দেবোই
আমার যতই কষ্ট হোক!
(৬ই মে ২০১৪, মঙ্গলবার)