বিন্দুচ্যুত বৃত্তের মত
এলোমেলো ব্যাস নিয়ে
মনের সম্পাদ্য আঁকি,
বারংবার; তোমার হৃদয় ভূমে।
কখনোবা তোমার লীলাধরে
ফোটা পদ্মের রেণুতে প্রজাপতি
হয় আমার অধর; ডুব শেষে
মধু পানে তৃপ্তির ঢোক!
তোমার অষ্টাদশীর বৃংহিত
বক্ষের কোলে মাথা গুঁজে
খুজে পাই হিমাদ্রীর শিখর
ছোঁয়া শুশিতল সুখ।
তোমার পল্লবাঁখে নেশাদের রাজ,
হৃদয়াদর্শে থাকা কামহীন ভালোবাসা
পলকেই উবে যায় কর্পূর হয়ে।
তোমাতেই ডুবে মরি তাই
বারবার, বারংবার
নেশাখোর হই!
তোমার যৌবন বিষে
লাল হই, নীল হই
ধ্বংসের সাঁঝ বীণা বাজে
তবু দিন শেষে বিষ পানে
তৃপ্তির স্বাদ!!
(১৭ই আগষ্ট ২০১৪, রবিবার)