এক চোখেতে স্বপ্নের আবাস
অন্য চোখে জল,
একটা উড়ায় সুখের ঘুড়ি
অন্যটা টলমল।
একটা যখন জোছনা রাতে
হিয়ায় মাখে রং,
অন্যটাতে কষ্ট লুকায়
মিথ্যে সেজে সং।
দুইটি বোনের দুইটি হৃদয়
দুই রকমের রূপ,
একটি যখন প্রশংশা পায়
অন্যটি নিশ্চুপ।
রূপের গুনে আজ ছোটটির
হচ্ছে বিয়ে ধুম,
কেউ দেখেনা আজ বড়টির
দুঃখ হৃদয় চুম।
বাড়ছে বয়স ঘরের কোনে
চোখের কোনে জল,
কালো মেয়ের হয়না বিয়ে,
হৃদয়টা ছলছল।
সমাজ বড় স্বার্থবাদী
মূখ্য তাদের- রূপ,
কালো মেয়ের হৃদয় ভাঙা
কান্নারা নিশ্চুপ।
(১৪ই আগষ্ট ২০১৪, বৃহস্পতিবার)