আমি নরক থেকে স্বাধীনতা বলছি,
নরক বহ্নির কুন্ডলী ছোঁয়া
দোদুল্যমান সূতোর উপরে আজ দুলছি,
আমাকে রক্ষা করো-
আমি নরক থেকে স্বাধীনতা বলছি।
সর্বাঙ্গে বিষাক্ত হুল,
আমার মাংসপিন্ডরা খসে পরে- গলে,
একদল মানবকীট
হার্টটাকে কেঁটে নিয়ে ভাসিয়েছে জলে,
আর পারছিনা দেখ-
পৃথিবী পোড়ানো তেজ আমার ভূ-তলে।
তোমাদেরই বলছি, যারা
আমাকে বাঁচাতে মৃত্যু ছুয়েছ উড়ে,
তোমরা স্বর্গবাসী, শুধু
আমাকে ছুড়েছ নরক আস্তাকুড়ে।
আমাকে রক্ষা করো-
আমি স্বাধীনতা মরি নরক শিখায় পুড়ে।
(১২ই আগষ্ট ২০১৪, মঙ্গলবার)