একটি গল্প বলবো,
যে গল্পে কোন শালীনতা নেই।
নষ্টের ভ্রুনে জন্ম নেয়া
এক অশালীন অধ্যায়।

একদল হায়নারা দিন রাত
ছোটে, এক রমনীর কাছে।
লুটে সব! দল বেঁধে এসে!
নিরুপায় রমনীর ফ্যাঁলফ্যাঁল চোঁখ!

নেই কিছু বাকি, সব শেষ!
তবু আসে ওরা! চলে দিনরাত প্রমোদ!
হরিনীকে ছিঁড়ে ছিঁড়ে ভোগ করে, মন ভরে,
যত সব শকুনের দল!

যায় দিন, এভাবেই কেটে,
ঠাঁই খোঁজে রমনী সমাজের বুকে!
মাথা তুলে দাড়াবার নেই মুখ!
ওরা রোজ আসে। তবু বেঁচে রয়!

গল্পটা এখানেই শেষ,
জানতে কি চাও এই নষ্টার পরিচয়?
আর কেউ নয়-সে আমার মন,
যাকে কষ্টের দস্যুরা ভোগ করে,
কুড়ে কুড়ে খায়!


(২রা জুন ২০১৪, সোমবার)