আকাশেতে হাসে বাঁকা চাদ,
তারা ভরা অপরূপ রাত!
তবুও যে কেঁদে ওঠে মন,
আজ দিনটি যে ২২শে শ্রাবণ!
ভোরের রবির আজ নেই মনে সুখ,
হাহা করে ওঠে তার ওই লাল বুক।
আজকের দিনটাতে যদি ছুটি পেত
ঘরকোনে একা বসে শুধু কেঁদে যেত।
ক্ষনে ক্ষনে আকাশটা যায় শুধু কেঁদে,
চোখের জল শুকায় তেজহীন রোদে।
বাতাশের আদ্রতা কান্নার জল
নিশ্চিত, তারও আজ চোখ টলটল।
গদ্য-কাব্যরা আছে কালো ব্যাজ ধরে
তোমায় করছে স্মরন শ্রদ্ধার ভরে।
২২শে শ্রাবণ-তোমার চলে যাওয়ার দিন,
চারিদিকে শূণ্যতা গুরু তুমিহীন।
তোমার সমাপ্তি থেকে সকলের শুরু,
তোমার চরণে প্রণাম-হে কবি গুরু।

(৪ঠা আগষ্ট ২০১৪, মঙ্গলবার)


আজ ২২শে শ্রাবণ। কবি গুরুর ৭৩ তম প্রয়াণ দিবস। প্রয়াণ দিবশে গুরুর চরণে বিনম্র শ্রদ্ধাঞ্জলি......তুমি রবে নিরবে, হৃদয়ে মম!!!