কাঁদছে কবির কাব্য লেখার খাতা
কাব্য গাছের পড়ছে ঝরে পাতা,
পাঠকরা আজ কাব্য থেকে দুরে,
দুঃখ জমা কবির অন্তঃপুরে।
আজ যে 'কবি' উপহাসের নাম,
এই সমাজে নেইতো যে তার দাম।
ফুটপাতে ওই ক্যানভাসারের হাক
জড়ো সেহায় মানুষ ঝাঁকে ঝাঁক,
নেই তো শ্রোতা কবিতার আসরে
শূণ্য আসন শুধুই কেঁদে মরে।
পাঠক কেবল রসের হাড়ি হাতায়
গল্প কিবা উপন্যাসের পাতায়।
আজ কবিতায় সবাই শিকোয় নাক
ভাবনা জুড়ে উপন্যাসের বাক,
তাই হতাশা আকড়ে কবির মন
গুনছে শুধুই ঝরে পড়ার ক্ষন।
কবিতাদের এমন অনাদরে,
প্রতিভারা যায় কুঁড়িতেই ঝড়ে।
(৫ই আগষ্ট ২০১৪, মঙ্গলবার)