তাকে দেখেছিলাম কোন এক সন্ধ্যায়,
উছলা সন্ধ্যা নদীর তীরে
নুপুরের ঝংকার পায়ে।
হিরণ্ময় খোলা কেশে বাতাসের দোল,
বদনে যেন হিমাংশুর ছাপ,
হাসিতে কপোলের টোল।
ঘাস ফুলের পাপড়ি ছোঁয়া নিতম্বের ভর,
আমায় ডাকছিলো যেন
তার গোলাপী অধর।
কপালের মাঝামাঝি ছিলো কালো টিঁপ,
নিকশ কালো এই হৃদয় ঘরে
জ্বেলেছিলো প্রণয় দ্বীপ।
কতশত পূর্ণিমা এলো আর গেলো
সেই মুখ ভেবে আজও
হই এলোমেলো।
অনেক খুজেছি তাকে-পাইনি খবর,
ক্ষনিকের ভালোলাগার
তাই দিলাম কবর।
(৪ঠা আগষ্ট ২০১৪, সোমবার)