আকাশেতে চাঁদ হাসে
খোকা হাসে খুশিতে,
ঈদের রং লাগা
সেই বাঁকা হাসিতে।
শাওয়ালের ওই চাঁদে
আছে খুশি ছড়িয়ে
ভেদাভেদ ভুলে সবে
নেয় বুকে জড়িয়ে।
ধনী আর দরিদ্র
ভেদেভেদ পেরিয়ে
ঈদের জামাতে থাকা
পাশাপাশি দাড়িয়ে।
বিভেদের দেয়াল ভেঙে
নেও যাকে বুকে,
কাল কেন তুচ্ছতে
চড় মার মুখে?
দু-দিনের মেকি ভাব
এইবার ছাড়ো,
ভালোবেসে সারা বছর
সাম্যতা গড়ো।
বিভেদের দেয়াল ভেঙে
সারাটি বছরে
ঈদের খুশির মত
থাকো বুক জুড়ে।
(২৮ই জুলাই ২০১৪, সোমবার)