আমি
অদ্বিতীয়
হতে চাই না,
চাই মানুষ হতে।
মনুষত্বের মানুষ,
হবো শোষিতর তলোয়ার,
ভিত কাপানো প্রতিবাদী ঝড়,
আমি হবো অত্যাচারির যম,
অনাচার গুড়িয়ে দেয়া প্রলয় হবো,
বাজাবো শোষকের ধ্বংসের বিষ বীণা,
কবি হবো-প্রতিবাদী,
ভাষা হবো-সাম্যের দূত।
অস্তিত্বের সংকটে আজ
অসহায়ের চোখের
অশ্রু মোছাতে
আমি-ও
থাকবো।
(২৬ই জুলাই ২০১৪, শনিবার)
(এই প্রথমটার ট্রাই করলাম, ভুলভ্রান্তি ধরিয়ে দিবেন।)