মন পড়ে রয় ছোট্ট সোনার গাঁয়
বাঁশের পাতার কানে যেথায়
নিত্য বাতাস গায়।
ঝোঁপের ধারে ডাহুক ডাকে ওই,
চুলোর পাশে হাসছে কুলোয়
বিন্নি ধানের খই।
তাল-সুপারি-নারিকেলের বনে,
ছোট্ট বেলার দস্যিপনা
পরছে ভীষণ মনে।
আমার গাঁয়ের পূবাকাশে রোজ,
সবুজ ছুয়ে তবেই আসে
সূর্যি মামার খোঁজ।
অতীত যদি আবার ফিরে পেতাম,
হিজল বনে ইচ্ছে মত
বৃষ্টি বিলাস হতাম।
মনটা আমার রোজ হারিয়ে যায়
বৃষ্টি দিনের কদম ফুলের
আমার ছোট্ট গাঁয়।
(২২ই জুলাই ২০১৪, মঙ্গলবার)