আকাশ জুড়ে ঝড়ের পূর্বাভাস,
বইছে বাতাস-দুলছে দূর্বাঘাস।
কদমতলে হলুদ রঙের মেলা,
লুটোপুটি করছে সারাবেলা।
উথাল নদী-নাইছে কাশের বন,
মাঝ দরিয়ায় মাঝির উচাটন।
ছুটছে পথিক-ফিরতে হবে ঘরে,
আকাশ ছাওয়া মেঘের অন্ধকারে।
ফিরছে নীড়ে নানান পাখির ঝাঁক,
মাঠের মাঝে বন্দি গরুর হাক।
ঘরের পাশে আসছে বানের জল,
দাপিয়ে বেড়ায় ছোট্ট ছেলের দল।
ছোট্ট ছোট পরছে মেঘের বারি,
উঠোন তানায় ভিজছে বধুর শাড়ি,
কাঁদলো আকাশ ঝরলো মেঘের জল,
শ্রাবণ এলো-নামল শ্রবণঢল।
(১৯ই জুলাই ২০১৪, শনিবার)