আমি লিখতে চাই
আমার অসমাপ্ত কাব্যখানা;
যার শুরুটা অভ্যুদয়িক,
আভোগে আবীত আছে মুক্তির উঙা;
যার প্রতিটা চরনে উদ্গত
জুলুমের বিরুদ্ধে প্রতিবাদী ওজর;
আমাকে লিখতে দাও।
আমি লিখতে চাই
সেই শিশুর মায়ের অশ্রুর গান
যে নিশ্পাপ শিশুটির
নিথর দেহটি পরে আছে গাজার রাস্তায়।
গায়ে ইহুদিদের ছোড়া বুলেটের ঘ্রান।
আমাকে লিখতে দাও!
আমি জানতে চাই
আজ যে শিশুর বুক চিড়েছো-
তার বুক থেকে কি বেড়িয়েছে কোন
মুসলিম নামক শব্দ? নাকি
গরিয়েছে তোমার মতই লাল রক্ত?
আমাকে লিখতে দাও।
আমি জানতে চাই,
আর কত বলি হলে তুষ্ট হবে,
থামবে ওরা- ইহুদি শয়তান?
কত মায়ের বুক বিক্ষত করে
কবেই বা ক্ষ্রান্ত হবে?
আজ সময় এসেছে জানার।
আমাকে লিখতে দাও।
(১১ই জুলাই ২০১৪, শুক্রবার)