যতবার তুমি ছেড়ে চলে যাবে,
বেশি করে মনে হবে আগলে রাখার কথা।
যতবার ছাই উড়বে বাতাসে,
গল্পেরা হয়ে উঠবে রূপকথা।
এভাবেই কেটে যাবে দিন,
কেটে যাবে বিষণ্ণ প্রহর।

যতবার তুমি হারাবে অজানায়,
কাছে যাওয়ার ইচ্ছে হবে দুর্নিবার
যতবার শিশির পড়বে ঘাসে ভোরে
নীল আকাশে দেব ডুব সাঁতার।
এভাবেই কেটে যাবে দিন,
কেটে যাবে উদ্বিগ্ন প্রহর।

যতদিন তুমি থেকেছ আশেপাশে
বিশ্বাস করো,
তুচ্ছ করেছি এই বিশ্ব,
অনায়াসে।