প্রকৃতির কাছে সকলে অসহায়
মানুষ নামে অসহায় জাতি
তবুয়ো ধর্মের দোহাই দিয়ে
ফাটল ধরিয়েছি ভ্রাতিত্বের
ডায়ালাইসিস মেশিনে পৃথক করছি লাল রক্তের অনুচক্রিকা, লোহিত কনিকার বর্ণনা।

ডাস্টবিন থেকে খুটে খাওয়া প্রাণীদের কেউ অনুধাবন করেনি তাদের ক্ষুধার যন্ত্রণা
সকলে ক্যাফেটেরিয়ায় বসে শখের পেয়ালা হাতে খাচ্ছি চা।

রক্ত রন্ধে কি অবিশ্বাস আমাদের! কথা দিয়ে কথা না রাখার বাড়ছে মানুষের সংখ্যা।
প্রকৃতির কাছে আমরা অসহায় জাতি,
সাইক্লোন, ঘূর্ণিঝড়, টর্নেডো, ভূমিকম্প
মানুষ, মানুষ কি তাদের থেকেও ভয়ানক?

দলে দলে চলছে মিছিল পরিকল্পনার সমাহার
জানি তৃতীয় বিশ্ব যুদ্ধের অশনি সংকেত
বাতাসে ভাসবে লাশের গন্ধ।

টর্নেডো, সাইক্লোন, ঘূর্ণিঝড়,
ভূমিকম্প সব কিছু থমকে যাবে
সংস্কৃতির হাতিয়ার শক্ত হোক,
সংস্কৃতির হাতিয়ার শক্ত হোক
মনে রেখ এই প্রকৃতির কাছে
আমরা সকলেই অসহায়।