ভার্সিটি লাইফটাই আলাদা একদম মুক্তমনা জীবন।
পড়াশুনা শেষ করে এইতো বিসিএস দেবার জন্য প্রস্তুতি নিচ্ছি এর মাঝেই মায়ের ঘ্যানঘ্যান,
প্রতিদিন ফোন দিয়ে একি কথা
কিরে মা বিয়ে করবিনা,বিয়ে কবে করবি?
তোর বাবা তো তোকে বিয়ে দিতে উঠে পরে লেগেছে।
জানিস কত কত ভালো ঘর আসচ্ছে
কত জন আগ্রহ করছে তোর জন্য।
কিন্তু আমি আমার মন থেকে পুরো শক্ত
কারন বিয়েটা করে নিলে
আর বিসিএসটা হবেনা।
মাকে বলে দিলাম সমন্ধ নিয়ে যারা আসবে তাদেরকে বলে দিও আমার বিয়ের কোনো প্রস্তুতি নেই।
বাবা-মা আমার জন্য যা চিন্তা করছে তা ঠিক
বয়স ২৭ চলছে এই বয়সের মেয়েকে নিয়ে বাবা মায়ের টেনশন স্বাভাবিক।
তবুয়ো আমার মন কিছুতেই রাজি হচ্ছেনা
যদি অর্নাস ফাস্টইয়ার সেকেন্ড ইয়ারে একটু আতটু
ভাবতাম স্বপ্ন দেখতাম।
এখন বিয়ের ব্যাপারে একেবারে পাল্টে গেছি
এখন আমার লক্ষ্য প্রতিষ্ঠিত হতেই হবে।
যাই হোক,বিসিএস এর পিপারেশন চলছে
হঠাৎ করে একটা অপরিচিত আইডি থেকে
বলতে গেলে সে আমার এফবি ফ্রেন্ড বাট কথা হয়নি বা সে ভাবে চিনিনা তাকে।
যাক রিচিভ করলাম,ফোনে একটা সুন্দর কন্ঠ ভেসে আসলো
কেমন আছেন?আমি বললাম হ্যা ভালো
তারপর আমি তার পরিচয় জানতে চাইলাম বাসাবাড়ি
কোথায় থাকে কি করে।
প্রতিদিন একি সময় ফোন আসতো আর আমি রিচিভ করতাম,কেমন যেনো একটা নেশায় আসক্ত হয়ে গেলাম।
মা আর বিয়ের কথা বলেনা আমাকে
এখন মাকে কেনো জানি বলতে ইচ্ছে হয়
মা আমি এখন বিয়ে করতে চাই।