বহু আলোবর্ষ শেষ হবে, বহু পুরাতন হবে মানব সভ্যতা, জানতো সভ্যতা বিনষ্ট হয়?
মেডিকেল এ্যালোপ্যাথী আয়ুর্বেদ সভ্যতাকে
আজকের আধুনিক বিজ্ঞান কেটেকুটে
তার সার্জারি সাক্সসেস করেছে।

অনুপমা তোমার মেডিকেল থিওরির
এনাটমি, ফিজিওলজি ব্যবচ্ছেদ করেছে
জিংকুরিয়া হিস্টালজি ও গাইটন।

প্রাচীন হিব্রু সভত্যার এলোমেলো
অক্ষর গুলো এখন আর কাজে আসেনা
তাই প্রত্নতাত্ত্বিকের গবেষণার বিষয় বস্তু।
মায়াণ সভ্যতাতে তারিখ প্রচলন ছিলো
সূর্য ঘড়ি আজকের আশ্চার্য, ইট সুরকিতে গড়া
কোটি টাকার জমিদারের উচ্চ ভবন পরিত্যাক্ত।

আমার পরিত্যাগ হয়েছে কবেই তাযেনো
জড়াজীর্ণ মূল্যহীন কামড়ার মত!

আমি আজ জড়াজীর্ণ হলেও, তুমি তাজমহল
তোমাকে দেখার সৌভাগ্য আমার হয়না
হয়তো গত জনমের প্রজা অত্যাচারী প্রেম পাগল মোঘল সম্রাট শাহাজান আমিই ছিলাম,
হতে পারে।
কত বছর কত যুগ আগের ঘটনা তা মিথ্যে বলে চালিয়ে দেবে দার্শনিকরা।

আর্কিটেক নকল হচ্ছে, আবিষ্কার চুরি হচ্ছে
ডিজাইন, কবিতা, রাজনৈতিক নীতি
অবশ্য চায়নিজ জাতি তাতে খুবই পারদর্শি।
সব কিছু এখন নকল হলেও
তোমার অবিকল, একজনকে পাওয়া হয়নি
পৃথিবী নামক গ্রহে।
আমি জানি এই পৃথিবীর বাহিরে শতশত পৃথিবীতে অবিকল মানুষ রয়েছে।

সিজিয়্যামের মত স্থির আমি তোমাতেই
স্রষ্টা নই আমি কবি
তাই পারিনা তোমার অবিকল আবিষ্কার করতে।