বহুদিন কেটে গেছে আমাদের বৃষ্টিস্নাত দিনে
বহুযুগ কেটে গেছে আমাদের
অনেক বছর শেষ হয়েছে জীবনের।
এখন কদম ফোটার দিন, চলছে জ্যৈষ্ঠ
মাঝে মাঝে হালকা হাওয়ায় ঝড় আসে
আমাদের আর দেখা হয়না বৃষ্টিতে ভিজে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে।
এখন তুমি ক্যাম্পাসে নেই
পার্কে অথবা ক্লাসে
ক্যাফেটেরিয়া কিংবা কম্পিউটার ট্রেইনিং স্কুলে
তুমি এখন উজ্জল ভার্চুয়াল রিয়েলিটি
আমার হাতের মুটোফোনে।
একটা সময় খুব কথা হত
অসময় ফোন কলে তোমার ঘুম ভেঙ্গে যেত
হাত ধরে হাটার বায়না ছিলো!
এক সময় ছিলে স্মার্ট ফোনের গ্যালারিতে
কবিতার পাতায়, ডায়রিতে
পত্রিকা সংখ্যায়, ঠিক মঙ্গলবারে তোমাকে নিয়ে কবিতা পড়ত রেডিও জকি'র আরজে।
এখন বুঝি হঠাৎ ঘুম ভাঙ্গেনা?
বৃষ্টিস্নাত দিনে মন ভাঙ্গেনা
এখন ব্যাস্ত কেবল সংসারের কাজে:
অথচ এখন তুমি রয়েছো ফলোআপ
আমার শখের ফেসবুকে।