শোনো বাহে,কুড়িগ্রামের মানুষ হামরা
সোনাহাট স্থলবন্দর থাকি চিলমারীর বন্দর
রৌমারি-রাজিবপুর থাকি তিস্তানদী মোর সোক চেনা।
যখন বানে ভাসিয়া যায় যাত্রাপুরের চর
যখন ভরা ব্রহ্মপুত্র ভাঙ্গে ঘর
যৌতুকের প্রতারণায় ভাঙ্গে বুবলির সংসার!
পেটের ভোগের জন্যে সগায় কয় মঙ্গা,
শোনো বাহে,কুড়িগ্রামের মানুষ হামরা।
কুড়িগ্রামের মানুষ যখন
পরান কাড়ে সবার,ভাওয়াইয়া গান কয়া।
আব্বাস উদ্দিনের "ওকি গাড়িয়াল ভাই" দরিয়া গায়া
কছিম উদ্দিন,অজিত রায় হামার সৈয়দ সামসুল হক,
আব্রাহাম লিঙ্কন, আছে ভূপতি ভুষণ বর্মা।
সোনার অক্ষরে থাকপে ইতিহাসত নাম
ভাওয়াইয়া গানের ধাম
নদ-নদীময় কুড়িগ্রাম।
তোমরা শোনেন নাই?
হামার ভবানী পাঠক বৃটিশের বিরুদ্ধে
প্রথম করচে সন্ন্যাসী আন্দোলন?
তারামন বিবি বীরপ্রতিক,
বেলগাছার ওই হীতেন রায় মুক্তিযুদ্ধে দিচে জীবন।
ধরলা,বানেশ্বরী বয়া যায় একুল-ওকুল ছাপিয়া
তার জলে বিতল বোয়াল মারে ঝাপ
জালুয়ারা বাঁচায় সংসার মাছ মারিয়া।
দুকুলে সোনা ছড়েয়া যায় ধরলা,বানেশ্বরী
এবার হাসি মুখে গফুর চাচা কথা কয়:
মনকে-মন ধানে তার গোলা গেইচে ভরী।
সোনারকাটি-রুপার কাটির গল্পতে বাচ্চারা ঘুমায়
পেটের ভোগে আর কান্দেনা,
হামার কুড়িগাঁওত আর মঙ্গা নাই।
সেই দিনকার কথা গুলা খুব মনে পরি যায়,
শোনো বাহে,আইসো বাহে হামরা কাম করিবার যাই।
সেই দিনকার কথা গুলা মনে পরি যায়
গেরেস্তের ব্যাটা,তোমার বাড়িত
হামরা কাম কারিবার চাই?
সেই দিন আর নাই,সেই দিন আর নাই
মফিজ কয়া ডাকায়না করো উপনাম,
ধনেশ্বরী, মানেশ্বরী, মোর প্রাণেশ্বরী কুড়িগ্রাম।