ভেঙ্গে পরা জাতি আমরা নই
আমরা কিংবদন্তিদের বংশধর
কৈবর্ত আদীবাসি, সাঁওতালের অংশজাত।
আমরা দ্রাবিড়, প্রাক-দ্রাবিড়, মুন্ডা আদিবাসিদের থেকে বঙ্গবাসি
দলিল দস্তাবেজে আমরা অনার্য।
ইন্দো- ইউরোপিয় থেকে কেন্তুম, শতম
ইন্দো- ইরানিয়, ভারতিয় আর্য, বৈদিক কথিত ভাষা থেকে প্রাচ্য, মাগধী প্রাকৃত, মাগধী অপভ্রাংশ, পূবী, বঙ্গআসামীয় থেকে বাংলা।
রক্তরন্দ্রে আমাদের বিদ্রোহীদের তেজ
শহীদ তিতুমীর, ফকির মজনু শাহ্, ভবনী পাঠক
প্রীতিলতা, দেবী চৌধুরাণী, একাত্তরের বীরশ্রষ্ট মতিউর রহমান, রউফুন বসুনিয়া
আমরা বঙ্গবাসি বীর।
পরাজয় কখনো মানেনা বাঙ্গালির ভাগ্য নিয়তি
নিজের নিয়তি যেন নিজেই লিখেছে বাঙ্গালি
আমরা বীরের জাতি আমরা বাংলাভাষী।
ছিয়াত্তরের মন্বন্তরে শেয়াল, শকুনের পেটে গলিত দেহ, দূর্ভাগা জাতি
করতে পারেনি নিজের সম্পদের হেফাজত।
বাঙ্গালি উদার, মানবতার পূজারি
ধৈর্য্য ঐক্যের প্রতিক।
অন্যায় অবিচার শোষণ চাইনা আর
তবে এসো দেশ গড়ি অসাম্প্রদায়িক।