আহা!কি অপরুপ মাধুরী পেশোয়াজে সজ্জিত শরীর
নটবরী ওই অমল আঁকি,ডাকে পাখি
নাচে ময়ুর,নাচে ফিঙ্গে,নাচে-নাচে।
কোন স্বর্গ সুধা দিলে হৃদয়ে যতবার দেখি সে নৃত্য
ততবার তাকাই আপ্লুত নয়নে।
তবলার লহড়ায় কি ছন্দ মেশানো পায়
পাখোয়াজের তান প্রিয়,
আমি শুনি তোমার নুপুরের ধ্বনি
সেই কথক নৃত্য,আহা! উর্ব্বসী ঊর্মিলা
বুঝি দেবরাজ ইন্দ্রের সভায় দেখেছি তোমায় কত
মদপ্য ঘোরে-
পদ্মবন দলিত হয়েছিলো সেদিন কোমল পায়ে
সে চিহ্ন লেগে আছে আজো স্বর্গ নগরীতে।