শত নারীর হৃদয় ছুঁয়ে দেখেছি-
তাদের কল্পনায় ছিলাম অথচ জানতাম না!
কল্পনা গুলো আপেক্ষিক ছিলো।

শত নারীর হৃদয় ছুঁয়ে দেখেছি
আমার প্রতি তাদের স্বার্থ ছিলো
তাদের হৃদয়ে প্রেম ছিলোনা।

শত নারীর বুকের ভেতর চোখের ভেতর কামনা দেখেছি নিঃশব্দের মত
আমি সামাজিক বলে করিনি অসভ্যতা।

শত নারীর হৃদয় ছুঁয়ে দেখেছি
তাদের ছিলো অহংকার,
ভোগবিলাসের বাসনা
আমি দারিদ্র বলে ফিরে এসেছি।

শত নারীর হৃদয়ের ভেতর দেখেছি
ছলনা আর মিথ্যে
শত নারীর হৃদয় ছুঁয়ে দেখেছি
প্রেম তাদের ব্যবসা।

শত নারীর মাঝে এমন এক নারীকে দেখেছি
সে আমার প্রিয়তমা।